তোমাকে আমি আধখানা ভালোবাসি Poem by Arun Maji

তোমাকে আমি আধখানা ভালোবাসি

Rating: 5.0

তোমাকে আমি আধখানা ভালোবাসি।
আর বাকি আধখানা ঘৃণা করি।
কিন্তু সমস্যা হলো, তোমাকে ঘৃণা করলেই
কেমন যেন আরো বেশী ভালোবাসতে ইচ্ছে করে।
বুকটা তখন ফঙ ফঙ করে, মনটা তখন হু হু করে
তখন মনে হয়- এখুনি তোমার বুকে ঝাঁপিয়ে
গড়াগড়ি দিয়ে, হাফ প্যান্ট পরে, যেন দধি-কাদা খেলি।

তোমার প্রতি আমার ভালোবাসা
ঠিক যেন আমার ঈশ্বরকে ভালোবাসার মতো।
কখনো ঈশ্বরের প্রতি গদগদ হয়ে
মনে হয়- ঈশ্বরের তুলতুলে নরম গালটা, আদর করে টিপে দিই।
আবার পরক্ষনেই মনে হয়- ছিঃ ঈশ্বরটা বড় দুষ্টু
ঈশ্বর কেবল গাঁজা খেয়ে, নাক ডেকে ঘুমোয়!
তা না হলে, পৃথিবীতে ইঁদুরছানা গুলোর এতো দৌরাত্ম কেন?

মাইরি বলছি- তোমাকে আমি আধখানা ভালোবাসি।
আর বাকি আধখানা, ভীষণই ঘৃণা করি।
কিন্তু সমস্যা হলো, তোমাকে ঘৃণা করলেই
ভালোবাসাটা আবার হাজার গুন বেড়ে যায়।

যেমন ধরো- তোমার চেরি চেরি ঠোঁট।
কখনো কখনো মনে হয়- ঐরকম চেরি ঠোঁট তো অনেক আছে।
চেরি ঠোঁটে কি শুধু মধু আছে? একগাদা বিষও তো আছে।
যেই না তোমার ঠোঁটকে ঘৃণা করা-
অমনি আমার ভালোবাসাটা, হু হু করে বেড়ে যাওয়া।
তখন মনে হয়- গোল্লায় যাক বিষের ভয়
গোল্লায় যাক জীবন, যৌবনের ভয়;
একবার শুধু, ওগুলোকে পেলেই হলো।
নুন-কাঁচালঙ্কা-ধনিয়াপাতা মেখে, হাপুশ হুপুশ করে....

আমার এই ব্যামো, বিশুদ্ধ ঘৃণা তোমাকে করতে পারি না।
এক ইঞ্চি ঘৃণা করলে, একশো এগারো ইঞ্চি ভালোবেসে ফেলি।
তিন সেন্টিমিটার দূরে ঠেললে, তিন হাজার সেন্টিমিটার কাছে টেনে নিই।

আচ্ছা, তুমি কি জানো- এমন কেন হয়?
এক ইঞ্চি ঘৃণা করলে, একশো এগারো ইঞ্চি প্রেম কেন হয়?

© অরুণ মাজী

তোমাকে আমি আধখানা ভালোবাসি
Monday, February 20, 2017
Topic(s) of this poem: bangla,bangladesh,love
COMMENTS OF THE POEM
Swapna Mukherjee 05 March 2019

Very romantic

0 0 Reply
Parijat Mala 13 April 2018

Khub Jani, kintu tomay bolbo kyano

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success