পৃথিবীর শত্রু কে? Poem by Arun Maji

পৃথিবীর শত্রু কে?

Rating: 5.0

মাঝে মাঝে ভাবি আমি-
পৃথিবীটা ধ্বংস হবে- ভদ্দরলোকের লোভের নারকীয়তায়
অথবা চোর ছ্যাঁচ্চোর ডাকাতের, ছিঁচকে ছিঁচকে চুরির জ্বালায়?

চোর ছ্যাঁচ্চোর ডাকাতরা-
আজও কোন গণহত্যা করে নি
গোটা একটা দেশে বোমা ফেলে নি
কনসেন্ট্রেশন ক্যাম্পে, বিষাক্ত গ্যাসে মানুষকে শ্বাসরুদ্ধ করে নি
অন্যের দেশ আক্রমণ করে, সহস্র নারীকে গণ-বলাৎকার করে নি
একদল মানুষকে, অন্যদলের উপর লেলিয়ে দিয়ে গণহত্যা করে নি
সহস্র সহস্র শিশুকে ক্ষুধার্ত রেখে, শস্যের ভান্ডার আগুনে জ্বালিয়ে দেয় নি।

পৃথিবীর চরম শত্রু- চোর ছ্যাঁচ্চোর ডাকাতরা
অথবা সাধু সাজে, পাপীষ্ঠ ভদ্দরলোকেরা?

© অরুণ মাজী

পৃথিবীর শত্রু কে?
Wednesday, February 22, 2017
Topic(s) of this poem: death,hunger,life,politics,poverty
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success