তাসের দেশ Poem by Madhabi Banerjee

তাসের দেশ

তাসের দেশে আছে সাহেব বিবি গোলাম টেক্কা দুরি নহলা
আছে আট সাত ছয় পাঁচ চার তিন আর দহলা।
চার রং এর চারটে রাজত্ব হাতে এসে দেয় জানান
আমি ইস্কাবন আমি রুহিতন আমি চিরাতন আমি হরতন।
কোনো খেলায় ইস্কাবনের বিবি দেখায় দাপট
কোনো খেলায় লাল পানবিবি মাত করে ফটাফট।
কখনো সবার ওপরে থাকে ইস্কাবনের টেক্কা
কখনো সাহেব বিবি গোলাম নিয়ে লাগে টরেটক্কা।
গরিমায় ভরপুর তারা অটুট নিজের অবস্থানে
শুধু জোকারের অবাধ গতি ফাঁক পেলেই ঢুকে পরে ওদের মাঝখানে।
ওদের কোনো ক্ষমতা নেই, আমি যেমন নাচাই তেমনই নাচে
আমি যেমন বাঁচাই তেমনই বাঁচে।
আমার এক সঠিক চালে ইস্কাবনের টেক্কার বাজিমাত
আমার একট ভুল চালে ইস্কাবনের বিবি আমায় করে কূপোকাত।
একটি সঠিক চালে আমার তুরুক সেরা
একটি ভুল চালে কখনো আমি গাধা, কখোনো আমি ভেড়া
কেউ নয় সাহেব বিবি, নয় কেউ গোলাম ভাই
সবই তাসের খেল, আমার হিসাবের পাওনা টাই।।

Friday, September 9, 2016
Topic(s) of this poem: play
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 09 September 2016

A philosophical write on playing cards. Interesting, enjoyed. Thanks for sharing.

2 1 Reply
Madhabi Banerjee 09 September 2016

thank you. your comments boost me.

0 0
Kumarmani Mahakul 09 September 2016

A philosophical write on playingcards. Interesting, enjoyed. Thanks for sharing.

2 1 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success