রং Poem by Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.

রং

সময় পৃথিবীর সবচেয়ে বড় চিত্রশিল্পী...
সে মানুষের দোষ-গুনের ছবি আঁকে
নিপূন হাতে
এক একটি ক্যানভাসের উপরে...
জীবনের অমসৃন ক্যানভাসে,
সত্য, সুন্দর এবং শুদ্ধ রং দিয়ে ।
সে রং মৌন
তবু ছবি কথা বলে
সে রং আলোকহীন,
কিন্ত
ব্যক্তি-চরিত্রকে আলোকিত করে
সে রং অন্ধ
তবু
তৃতীয় নয়ন খুলে দেয়
অবচেতন মনের অন্দরমহল দর্শনের জন্য ।

Sunday, August 28, 2016
Topic(s) of this poem: color
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Asit Kumar Sanyal

Asit Kumar Sanyal

Lalgola, Murshidabad, West Bengal, India.
Close
Error Success