যে শহরে সকালের হাওয়াতে থাকতো মধুরতা...... Poem by Rhymer Rhymer

যে শহরে সকালের হাওয়াতে থাকতো মধুরতা......

Rating: 5.0

এই সেই শহর
এটা মসজিদের শহর
এটা নিরাপদ শহর ছিল
সেই শহর কি না রাতভর জুয়ার আড্ডাবাজি চলে
তা চলে ফজরের আজান অবধি
তাই সকালের বাতাসের সেই মধুরতা নেই
বাতাসে মদের গন্ধ
বাতাসে নর্তকীর দীর্ঘ শ্বাস
বাতাসে মাতালের শরিরের ভতকা গন্ধ
শা শা করে গাড়ি গুলো
ধুলিবালি উড়িয়ে পেট্রোলের গন্ধ দিয়ে
তথা কথিত ভদ্র এলাকাতে
যে ঢুকলও তাদেরকে বহু নামাজী লক্ষ্য করেন
আজ তাই হয়তো হুকুম হয়েছে
এসব উঠাও
তুমি না ন্যায় নীতির কথা বলো
হয়তো মসজিদের শহর তার প্রাণ পেতে যাচ্ছে
সমালোচকদের কেয়ার করার প্রয়োজন আর নেই...

Saturday, September 21, 2019
Topic(s) of this poem: corruption,free mind,freedom of speech,moral teachings,morality,realization,rules,truth
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 21 September 2019

city of the masjid city of the moral law city of the righteous love city of the sweet breeze...........///

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success