ওরা চন্দ্রগোরা Poem by Ashirul Mondal

ওরা চন্দ্রগোরা

ভেঙে দে স্কুল ভেঙে দে পাঠশালা।
ভাঙ তালা পড় ঢুকে আর হামলা চালা।
যেথায় শিখে হচ্ছে জঙ্গি।
ভেঙে দেনা রে ঐ শিক্ষা ভঙ্গি।
চায় না অমন শিক্ষিত লোক,
জাগরে জনগন জাগরে তোরা,
সমাজে ওরা চন্দ্র গোরা।
আয় না রে আয়, আয় না ছুটে,
ঐ জঙ্গি শিবির দেনারে লুটে।
চর্ম, কর্ম, জাতি আর দেশ, কোন কিছুতে
নাইকো ভেদ।
এক যোগে আয় এগিয়ে জঙ্গি শিবির কর উচ্ছেদ।
আছো কোন নজরুল ছাড়ো কবিতার ডাল,
আছো কোন নেতাজি ধর জঙ্গি নিধনের হাল।
কে কথায় আছিস আয় না এগিয়ে,
ধমক দিয়ে বিশ্ববাসীকে দেনারে জাগিয়ে।
যারা জঙ্গি তারা চায় শুধু ধ্বংস,
দেনারে, দে উচ্ছেদ করে সেই জঙ্গি বংশ।
ধর আস্ত্র চালাও জোরে,
সাফ করো সব জঙ্গি মেরে।
- আশিরুল মন্ডল

Sunday, October 4, 2015
Topic(s) of this poem: terrorism
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success