বুক দিয়ে ছুঁয়ে আছি (Immortal Love) Poem by Arun Maji

বুক দিয়ে ছুঁয়ে আছি (Immortal Love)

Rating: 5.0

মৃত্যুরও পরে যদি দেখি তারে-
পুকুরের পাড়ে​ ​​বা ​ ছায়ার আঁধারে ​​
​গ্রীষ্মের কালে ​বা মেঘের আড়ালে
বৃষ্টির ​ছন্দে বা চাঁপার সুগন্ধে;
আমি ​চিনবোই তারে। এক্কেবারে।

​জনম জনম ধরে​, ​ খুঁজছি ​আমি ​যারে
​আমি ​চিনবোই তারে। এক্কেবারে।
ভাবতে ​আমায় ​হবে না​, ​ ছুঁতে​ও তারেহবে না
হয়তো দেখতেও ​তারে হবে না।
ছায়া ছায়া বেশে​, ​ আঁধার ​বর্ণ কেশে,
মৃদু মৃদু হেসে​, ​​ যদি কাছে আসে
​আমি ​চিনবোই তারে। এক্কেবারে।

মরে গিয়ে বেঁচে আছি​, ​ স্মৃতি নিয়ে সুখে আছি
বুক দিয়ে ছুঁয়ে আছি​, ​ স্বপনেও জেগে আছি​-
আমি আমি আমি। ​তার একান্ত আমি।

সময়ের স্রোতে​, ​ হাতড়াতে হাতড়াতে
পৌঁছবো আমি সেথায়​, ​ আমার ​মৃত্যু আঁকা যেথায়।

কিন্তু​, সে ​সুন্দরী ​কি চিনবে আমায়?
হায় হায়
সময়ের স্রোতে সব ভেসে যায়
বিস্মৃতি​র সরণীতে সব মুছে যায়
কালের মায়ায় সবাই ভুলে​ যায়। ​
শূন্য দেহে ​যদি প্রেম আমার
সে কি চিনবে আমায়?
​দেহ শূণ্য আত্মাকে কি, কখনো চেনা যায়? ​

মরে গিয়ে বেঁচে আছি​, ​স্মৃতি নিয়ে সুখে আছি
বুক দিয়ে ছুঁয়ে আছি​, ​ স্বপনেও জেগে আছি
আমি আমি আমি। ​তার একান্ত আমি।​

তবুও​, ​ সে কি চিনবে আমায়?
একবারও ​কি চিনবে আমায়?

​ওহে ঈশ্বর ​তুমিই বলো না-
সবই মরীচিকা? সবই মায়া?
আলো আঁধার​, ​ প্রেম বিরহ​, ​ জীবন মৃত্যু​, স্মৃতি বিস্মৃতি​-​
সবই ছায়া​? ​ সবই মায়া?

হোক মরীচিকা হোক মায়া
হোক সে পূর্ব জনমের ছায়া;
তবুও মরে গিয়ে বেঁচে আছি​, ​ স্মৃতি নিয়ে সুখে আছি
বুক দিয়ে ছুঁয়ে আছি​, ​ স্বপনেও জেগে আছি
​আমি আমি আমি। ​তার একান্ত আমি।​

© অরুণ মাজী
Painting: Lee Bogle

বুক দিয়ে ছুঁয়ে আছি (Immortal Love)
Tuesday, October 30, 2018
Topic(s) of this poem: death,immortality,love,separation
COMMENTS OF THE POEM
Be the first one to comment on this poem!
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success