জীবন সন্ধ্যা Poem by Biswadip Das

জীবন সন্ধ্যা

দিগন্তে আঁধার নামলো, সন্ধ্যা ঘনিয়ে এলো,
পাখির দল উড়ে চলেছে নিজের বাসায়
নিরাপদ আশ্রয়ের খোঁজে।
খোলা বাতায়নে বসে আমি নিষ্পলক চোখে
বাইরে তাকিয়ে আছি।
মন কেন এত উতলা, কিসের খোঁজে,
কিসের আশায়,
উত্তপ্ত দ্বিপ্রহর পেরিয়ে স্নিগ্ধ সন্ধ্যার সলিলে
অবগাহন করার সময় এখন,
তবু হৃদয় অশান্ত, কি চায় সে?
মনের মধ্যে এলোমেলো কিছু ভাব
ভাষা খুঁজে বেড়াচ্ছে প্রকাশের জন্য।
সারা জীবনে যে অব্যক্ত ভাষা
ব্যথার অন্ধকারে মুখ লুকিয়ে কেঁদেছে,
তাকে আজ এতদিন পরে
কালের গহবর থেকে কেন তুলে আনা?
যা পেয়েছি তাইতো অনেক
যা চাইছি যদি না পাই
থাক না মানস কক্ষে এক
সুন্দর স্মৃতিতে উদ্ভাসিত হয়ে।

POET'S NOTES ABOUT THE POEM
Poet expressed his self realisation, what he hasn't received in life doesn't matter but what he achieved that's all.
COMMENTS OF THE POEM
Be the first one to comment on this poem!
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success