রূপের ভেতর হাঁটছে অপরূপা, রাত্রী যেন আলোকিত
নির্মলতার দেশে, তারা-ঝলসানো অনন্ত আকাশে,
সেই রাত্রির সকল আলো জুড়ে, অন্ধকারের হৃদি-মধ্যস্থিত
যা কিছু আজ উৎকৃষ্ট, যেন-বা তার দেহমনে ভাসে;
নম্র আলোয় প্রফুল্ল সে, আনন্দিত, উন্মাতাল ও প্রীত
জমকালো সেই স্বর্গীয় সাজ, দু'চোখ ভ'রে আসে।
সেই আলোতে যুক্ত হলে একটু ছায়া কিংবা রশ্মি কম,
অর্ধ-বিকল হবে যেন নাম না-জানা মায়া__
শ্রান্তি নামবে কৃষ্ণ-পাখির ডানাতে থমথম,
নরম আলোয় ফুটলো যে তার মিষ্টি মুখের কায়া,
ভাবনা যেথা উদ্ভাসিত, শান্ত, অনুপম
এতো নিখুঁত, পাখির বাসার মতই শান্তি-ছায়া!
এবং তাহার গণ্ডদেশে, যুগল ভূঁরুর পাশে__
এমন কোমল, নিস্তরঙ্গ আলোক, চটুলভাষী,
হৃদয়-কাড়া হাসির ঝিলিক, রঙের আভা ভাসে,
স্মরণ করায় হারানো সেই সুদিন রাশি রাশি, - -
এমন সে-মন, অথৈ শান্তি সেইখানে আভাসে,
এমন হৃদয়, প্রণয় যেথা শিশুর মাসুম হাসি।
* Bengalized by Rahman Henry
** Original:
She Walks in Beauty- Poem by Lord Byron