যখন সব শুন্য হল আমার তখন কে / Atlast Who Is Of Me Poem by Rhymer Rhymer

Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
follow poet
Rhymer Rhymer
DHAKA Tangail, BANGLADESH
follow poet

যখন সব শুন্য হল আমার তখন কে / Atlast Who Is Of Me

Rating: 5.0

আমার মাল আমার জান আমার সন্তান
মাল তোমার না জান তোমার না আর সন্তানও না
তুমি শুন্য
শুধু নেক আমল্গুলু তোমার
বাকী সব দিলো ফাঁকি
কবরে আজ আমি একাকী
গরীবদের সাথে উঠা বসা করিনি
ক্ষুদ্রদের সাথে নিজের তুলনা করিনি
শুধু বড় বড় মানুষ খুঁজেছি
আত্মীয়দের খোঁজ নেইনি
তিতা বলে সত্তের ধার ধারিনি
অল্প ধনের হিসাব কম তা মানিনি
বেশী বয়স হলে নেক আমল বাড়াইনি
অধম বলেই বুড়া বয়েসেও আমল খারাপ
বুদ্ধিহীন তাই নফসের বাধ্য গোলাম
এলোমেলো চুলের গরীব মানুষ গুলোকে
সব সময় ঘৃণা করেছি
আজ তারাই আমার আগে
এদুনিয়ার সকল আরাম শুন্য করে আমি আখ্রাতের পথে
আমি একা
এদম একা
নিঠুর একা
স্ত্রী পুত্র ধন সব ফাঁকি
আজ বাবা নাই
মা নাই
ভাই বোন সন্তান সব ফাঁকি
আমি কবরে একা
একদম একা
কেও কি আসবে
আমার সাথে শুইতে

Wednesday, April 11, 2018
Topic(s) of this poem: life and death
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 22 August 2019

আমি একা এদম একা নিঠুর একা স্ত্রী পুত্র ধন সব ফাঁকি আজ বাবা নাই মা নাই ভাই বোন সন্তান সব ফাঁকি আমি কবরে একা একদম একা কেও কি আসবে আমার সাথে শুইতে......//// a feeling which asserts crude loneliness after the death of wayward soul!

1 0 Reply
Rus Mer 22 August 2019

চমৎকার মন্তব্বের জন্য অনেক ধন্যবাদ

0 0
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
follow poet
Rhymer Rhymer
DHAKA Tangail, BANGLADESH
follow poet
Close
Error Success