What I Have Written Till Date, Ash! Poem by Abdul Wahab

What I Have Written Till Date, Ash!

এতদিনে কী এমন লিখলাম, ছাই!

এতদিনে কী এমন লিখলাম, ছাই!
মন্তব্য করিলে তবে মন্তব্য পাই,
জানতে গিয়ে কী এমন জানলাম
নিজের কাছে গোপন না রেখে
কেউ না চাওয়াতেই বিলোতে যাই,
কী এমন আলো পেলাম হাতে
বিনা কারনে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে
নিজের অন্ধকারে নিজেই বসে রই,
ভাবতে গিয়ে কী এমন ভাবলাম
নিজের ভাবনা নিজেই খুইয়ে
আজ অন্যের ভাবনায় মাথা ঘামাই,
পথিক হতে গিয়ে এ কী পথ হাঁটলাম
নিজের পথ নিজেই হারিয়ে
কানার মতো অন্যকে পথ দেখাতে যাই ।

Tuesday, March 10, 2015
Topic(s) of this poem: writing
COMMENTS OF THE POEM
Tushar Ray 10 March 2015

I enjoyed your poem on critical self-analysis very-very much, poet Wahab. Thank you!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success