একজন সাদা চামড়ার লোক আমাকে বলেছে (Un Blanc M'a Dit Poem by Madhabi Banerjee

একজন সাদা চামড়ার লোক আমাকে বলেছে (Un Blanc M'a Dit

একজন সাদা চামড়ার লোক আমাকে বলেছে

তুই তো একজন নিগ্রো!
একজন নিগ্রো!
এক নোংরা নিগ্রো!
তোর হৃদয় একটা পঞ্জ যা শোষন করে নেয়
বন্য ক্রোধে শোষন করে পাপে কলুষিত তরলকে
আর তোর রং তোর রক্তকে কলুষিত করেছে অনন্ত দাসত্বে।
বিচারের লাল লোহা তোকে চিহ্নিত করেছে
চিহ্নিত করেছে তোর বিলাসিতার চেয়ার
তোর পথ প্রতারণাময়, অবমাননার সীমারেখা চিহ্নিত
তোর ভবিষ্যৎ, বিশালতা, ঘৃন্যতা সে তোর লজ্জার প্রকাশ ।
আমাকে দে তোর মেরুদন্ড যা প্রসারিত হয়
যা প্রসারিত করে তোর ঘামের দুর্গন্ধ
আমাকে দে তোর বিশাল ভারী হাত দুটো-কিনে নেওয়া হাত দুটো
বিরামহীন। যে কিছু আশা করে না দিয়ে যায়
তোর ভয় পাওয়া চোখ দুটো আমার অনুকম্পার জন্য নত হয়।।

Tuesday, January 24, 2017
Topic(s) of this poem: lifestyle
POET'S NOTES ABOUT THE POEM
this is translated from french language
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success