কবিতার দান ।। স্তেফার মালার্মে (The Poem's Gift By Stephane Mallarme) Poem by Rahman Henry

কবিতার দান ।। স্তেফার মালার্মে (The Poem's Gift By Stephane Mallarme)

Rating: 5.0



ইদোমের এক রাত্রির শিশু, তোমাদের কাছে আমি এনেছি একে!
কালো, রক্তঝরা নগ্ন ফ্যাকাসে ডানাসহ, কাচের ভেতর থেকে
ঠিকরে বেরনো আলো, স্বর্ণে ও সুগন্ধীতে পালিশ করা,
জানালার কাচের ভেতরে, এখনও ম্রিয়মান, হায়, ঠাণ্ডা যেন হিমঝরা,
ভোর, স্বর্গীয় নূরের বিপরীতে, স্বয়ং ঝাঁপিয়ে পড়ার প্রবণতা।
তালপাতা! আর যখন সে তুলে ধরলো এই পৌরাণিকী, আর্দ্র,
সেই এক পিতার সামনে যে ছড়াতে চাইছিলো বৈরী-প্রসন্নতা,
কেঁপে উঠলো নির্জন, নীল আসমান, বন্ধ্যা চরাচর।
ও ঘুমপাড়ানিয়া, তোমার কন্যাকে সহ, আর পা দুটোর
শীতলতায়, অভিনন্দিত করো এক ভয়ানক নতুনের আয়োজন:
এক কণ্ঠস্বর যার সামনে থমকে যায় পিয়ানো ও বীণার ক্রন্দন,
সেই স্তন তুমি কি চাপবে, তোমার বিধস্ত আঙুলে,
যা থেকে নারীরা রহস্যের অন্দর খুলে বইয়ে দেয় শুভ্রতা
ওইসব ঠোঁটে, হাওয়ার অপত্য নীল যাদের করে তোলে ক্ষুধার্ত?



* Original:

The Poem's Gift by Stephane Mallarme

* Bengalization: Rahman Henry

This is a translation of the poem The Poem’s Gift by Stéphane Mallarmé
Tuesday, July 26, 2016
Topic(s) of this poem: night
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success