Self Awareness Ii Poem by Parvez Asheque

Self Awareness Ii

আরেকটা দিন চলে যায় অপেক্ষায়
দূরগামী পথের পানে চেয়ে,
অনেকদিন হলো বৈচিত্রহীন জীবন
'শান্ত নদীটির পটে আঁকা ছবিটি'র মত /
একটা প্রশস্থ পথে অপরিচিতের গন্ডিতে
মন চায় নতুন আয়োজন/
'এখানেই থেকে গেলে কেমন হয়' - সমুদ্রের পাড়ের দেশে
'এই পাহাড়ের শহরেই একটা চাকরি যদি হতো'
' এই গাড়ো পল্লীতে মেয়েরাই কাজ করে, ছেলেরা দিনভর আড্ডা দেয় উঠানে' -
এখানে থেকে গেলে মন্দ হতনা...
কখনোবা অপেক্ষা দৈবের, একটা দুর্ঘটনার,
কষ্টকল্পনায় ক্ষণিক ভেসে বেড়ানো/
বয়সের ধর্ম বলে কথা..
এখন আবেগতাড়িত হবারও জো নেই,
কল্পনার ফানুস উড়েনা,
হয়না স্বপ্নের আবিষ্ঠতায় দুপুরের ঘুম থেকে জেগে উঠা
কোনো অচেনা বিকেলে/
বাঁকা চাঁদ চেয়ে থাকে শুকতারার দিকে
নাকি শুকতারাটাই.. হতে চায় বাহুলগ্না
অসংলগ্ন পংতির.. ভাবালুতায়
চেনা রাস্তাটা অচেনা হয়ে যায়.
অভ্যস্থ আয়েসী জীবনের গন্ডি চাইলেই কি পেরোনো যায়
যায় কি বেছে নেয়া একটি সুন্দুর মুহর্তকে?
অপরচিত পথে হাটার জন্য,
জীবনের গতিপথ পাল্টে দেয়ার হঠকারী সিদ্দান্তে!

Thursday, July 30, 2015
Topic(s) of this poem: self discovery
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Parvez Asheque

Parvez Asheque

Dhaka, Banglaesh
Close
Error Success