Self Awareness I Poem by Parvez Asheque

Self Awareness I

কোনো কোনো মুহূর্ত হয়ে উঠে অনন্তকালের
স্থান কাল ছেপে জেগে থাকে উচ্চকিত চেতনা
এই কোস্টা কফির দোকানটার কোনো অবস্থান নেই
প্রবহমান কালের স্রোতে একটা অভিজ্ঞতা মাত্র
এই মুহুর্তে আমি অবলীলায় থাকতে পারি
বসুন্ধরার বাজারের চায়ের দোকানটায়
পাশের বেঞ্চিতে আলিঙ্গনাবদ্ধ যুগল
নাকি শহরে জনতার মিছিল
'রাজাকারের ফাসি চাই'
স্কেইটবোর্ড নিয়ে ডিগবাজি
উচ্ছল তারুন্যের ভর-শুন্যতা
আমিও কি এই মুহুর্তে ভর-শূন্য নই
বাজারের ব্যাগ হাতে হাটতে হাটতে
ঢুকে পড়ি খুব পরিচিত গলিতে
মাধাকর্ষণহীন কালের উষ্ণতায়
শীতের শহর নির্বাক থেমে রয়
আমি এগিয়ে যাই আমার প্রিয়তম গন্তব্যে
যেখানে একজন নারী
পৃথিবীর উষ্ণতম আশ্রয়ে বয়ে চলেছে
আমাদের অনাগত সন্তানকে/

Thursday, July 30, 2015
Topic(s) of this poem: self discovery
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Parvez Asheque

Parvez Asheque

Dhaka, Banglaesh
Close
Error Success