সহজ অন্ধকার ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

সহজ অন্ধকার ।। রহমান হেনরী (Poem In Bengali)

.......................

সবচে’ নরম সহজ অন্ধকার
নামবে গোধূলিতে
কে যেন আসবে, তোমাকে আমার
ভেতরে উস্কে দিতে

সবচে’ জটিল বিস্মরণের ঋতু
ঝরবে রাত্রিকালে
শত শত বাজপাখিদের কঙ্কাল
ঝুলতে ঝুলতে স্থিতু
আকাশে, মেঘের ডালে,
বাতাসে উড়বে চাঁদের ত্বক ও ছাল

পরাবাস্তব ধাঁধাভেজা রোদ জ্বেলে
সকাল আসবে পুরাতন পৃথিবীতে
কত জল নদী কত ফুল পিছু ফেলে
আমাদের হৃৎপিণ্ড ছিঁড়ে নিতে!

সবচে’ নরম সহজ অলঙ্কার
বাজবে সান্ধ্যগীতে
কে যেন আসবে, তোমাকে আবার
হৃদয়ে উস্কে দিতে

...................

সহজ অন্ধকার ।। রহমান হেনরী (Poem In Bengali)
Tuesday, September 1, 2015
Topic(s) of this poem: life and death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success