তোমার দীঘল ছায়া ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

তোমার দীঘল ছায়া ।। রহমান হেনরী (Poem In Bengali)

এ শহরে তুমি নেই। কবেকার


প্রাচীন তমসা
নগরীর সীমান্তরক্ষীই যেন
দিবারাত্র জেগে আছে জীবনবেষ্টনী;


স্মৃতিবর্ণমালা
ঘন ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা!

শ্যাওলাপিচ্ছিল পথ
গিজগিজ হেঁটে যাচ্ছে স্বপ্নাতীত মৃত সরীসৃপ;


দুঃস্বপ্ন
বিপুল উৎসব হয়ে একযোগে মুক্তি পাচ্ছে
সবগুলো রূপালী পর্দায়।

অপনয়নের পথে চলে গেছে দেহ,
শুধু কার মাঝারি মাপের চুল
পড়ে আছে
দারিদ্র্যধূসর ধানক্ষেতে;

তোমার দীঘল ছায়া রাত্রির পদতলে কাঁপে।

Thursday, September 3, 2015
Topic(s) of this poem: love and loss
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success