আশ্চর্য সাপুড়ে ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

আশ্চর্য সাপুড়ে ।। রহমান হেনরী (Poem In Bengali)

কামিনী ঝোপের মধ্যে বাস করে আশ্চর্য সাপুড়ে;
দেখি, হাতের বীণের সাথে প্রবল পেঁচানো তার
সত্যিকার সুতানুলী সাপ! সুর তোলে; আর সেই সুরে__
গাছে গাছে ফুটে ওঠে সাপের ফণার মত ফুলের ঝংকার!
হাজার চেষ্টায় তাকে সংগোপন কিছু কথা
বলতে পারিনি আজও; যদিও অন্তর গেছে পুড়ে__
বলতে পারিনি, ওই ঝোঁপের ভেতরে এক বিষণ্ণতা
গচ্ছিত রেখেছি বহুকাল, আর শুধু শৈশব আমার।

প্রতিটি দৃশ্যের মধ্যে আমি দেখি, বীণ হাতে আশ্চর্য সাপুড়ে
হেঁটে যায়; আর তার পিছুপিছু কামিনীর ঝোপ যায় দূরে...

Wednesday, September 2, 2015
Topic(s) of this poem: life and death
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success