অনুযোগ।। রহমান হেনরী (Poem In Bengali) Poem by Rahman Henry

অনুযোগ।। রহমান হেনরী (Poem In Bengali)

হৃৎপিণ্ডে মেরেছে ছোরা বিষাদের তিনশ' ডাকাত
যেহাত তোমার নামে লিখে যাচ্ছে লক্ষ উপমা__
ভেবে দ্যাখো, আজও তো অক্ষত সেই হাত!
সম্রাটের বরপ্রাপ্ত, ও সুন্দর, স্বেচ্ছাভিখারিনী!
কে চায়, কে পেয়ে যায় নান্দনিক নটিনীর ক্ষমা__
বোঝা তো সহজ নয় এতো অচিরাৎ!

অভবী সম্রাট আমি, কড়ঙ্গের কাছে আজও ঋণী,
ও কঞ্জল, তোমার দু'চোখে কেন এতো গাঢ়রাত?
কিঞ্জল লুণ্ঠণকারী আমি কিন্তু নই প্রাণতমা!

Wednesday, September 2, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success