Nothing Is Greater Than Man Poem by Abdul Wahab

Nothing Is Greater Than Man

Rating: 4.0

মানুষের থেকে নাই কেহ মহীয়ান

এই ধরণীতে
এমন এমন মানুষ দেখেছি আমি
কী আর বলবো
বিচিত্র তাদের অবস্থান
না ডাঙ্গায় না জলে
আবার ঠিক কুমীরের মতন
উভয় স্থানে তাদের অবলীলায় স্বচ্ছন্দ বিচরণ
নিজ স্ত্রী থাকতেও
পর স্ত্রীর সাথে করে চলে প্রেম
আবার একই সাথে আউরিয়ে চলেন হাদিস আর কুরান
কিছু লোক তো আবার
শুধু করিবার জন্য লিঙ্গ পুজা
আর পান করিবার জন্য অমৃত সুধা
ইসলাম ছেড়ে বেরিয়ে গেছেন
কেউ কেউ আবার
শুধু ঢাকবার জন্য ঘুস আর সুদ
মুখে লটকে নিয়েছেন দাড়ি
মাথায় তুলে নিয়েছেন টুপি
আর আউরিয়ে চলেছেন ইসলামের গুরু গম্ভীর বাণী
কী বিচিত্র তাদের চরিত্র
কী বিচিত্র তাদের আচরণ
অবশেষে বলতেই হয়
এই ধরণীতে সবই সম্ভব সবই সত্য
আর মানুষের থেকে নাই কেহ মহীয়ান ।

This is a translation of the poem <≪≪ Miraculous Poem by Abdul Wahab
Sunday, April 19, 2015
Topic(s) of this poem: human
COMMENTS OF THE POEM
Close
Error Success