জীবন (Life) Poem by Dipankar Sadhukhan

জীবন (Life)

Rating: 5.0

জীবন মানে বিহঙ্গের মতো মুক্ত আকাশে ওড়া।
জীবন মানে তোমার আমার সুখের বোঝাপড়া।
জীবন মানে দুঃখ ও আনন্দের এক মিলন মেলা।
জীবন মানে তোমার আমার মন ও হৃদয়ের খেলা।

জীবন মানে নয় ক্রোধ, নয় ঘৃণা, নয় বিদ্বেষ।
জীবন মানে নিজের মধ্যে আবিষ্কৃত এক দেশ।
জীবন মানে নয় লোভ, নয় শত্রুতা, নয় রক্ত ক্ষরণ।
জীবন মানে আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন পূরণ।

জীবন মানে কষ্টের মধ্যেও আনন্দকে পাওয়া।
জীবন মানে যুদ্ধ ক্ষেত্রে নয় সহজে হেরে যাওয়া।
জীবন মানে নয় ভীতি, নয় উদ্বেগ, নয় নিরাশা।
জীবন মানে তোমার উপর আমার বড় ভরসা।

জীবন মানে নয় আতঙ্ক, নয় বিষন্নতা, নয় হতাশা।
জীবন মানে বাঁচার ইচ্ছা, প্রেম ও ভালোবাসা।
জীবন মানে নয় ভেদাভেদ, নয় সংকীর্ণতা।
জীবন মানে স্নেহ, প্রীতি, মমতা ও মানবিকতা।


© দীপঙ্কর সাধুখাঁ
7 ই জুন,2015।

Friday, October 14, 2016
Topic(s) of this poem: life
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success