Dumb Poet Poem by Abdul Wahab

Dumb Poet

বোবা কবি

মানুষ মাত্রই কবি
আর সব কবিই মানুষ
তবে কিছু কিছু কবি আছেন বোবা
জীবনে যখন প্রথম প্রেমে পড়েছিলেন
এক অদ্ভুতঅনুভূতি অনুভূত হয়েছিল ঠিকই
কিন্তু বলতে পারেন নি সেটি কীরকম
কিংবা যেদিন দেখেছিলেন
তার প্রথম সন্তানের মুখ
এক চরম আনন্দ ঠিক এসেছিল মনে
কিন্তু কোন মতেই করতে পারেন নি
কোন রুপে কোন প্রকাশ
ভেতরে ফুটছিল যেমন ফুটে খই
কিন্তু সেটিকে দেখাতে পারেন নি কোনরূপেই
বিজ্ঞান কিংবা প্রযুক্তি বিদ্যা
মানুষকে দিয়েছে বিশাল বিশাল আশা
আর দেখিয়েছে বড় বড় স্বপ্ন
কিন্তু যখন সব আশা হয় না পূর্ণ
অথবা সব স্বপ্ন যখন হয়না সফল
তখন ভেতরটা জ্বলে পুড়ে হয়ে যায় খাক
ভেঙে হয় চুরচুর কাচের পাত্রের মতন
তবু মুখ ফুটে বলতে পারে না
বুক ফাটার যন্ত্রণাটি ঠিক কীরকম
এই রকম কবি
আর এই রকম মানুষ
আমাদের চতুর্দিকে আছেন ছড়িয়ে ছিটিয়ে অলিগলি
নিজে একজন বোবা কবি কিন্তু ভালবাসেন না কোন কবিতা
কিংবা পছন্দ করেন না কোন কবি।

Sunday, April 19, 2015
Topic(s) of this poem: poets
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success