তূর্যসংকেত ।। প্রিমো লেভি (Bengali Version Of Reveille By Primo Levi) Poem by Rahman Henry

তূর্যসংকেত ।। প্রিমো লেভি (Bengali Version Of Reveille By Primo Levi)

নৃশংস রাত্রিগুলোতে নিয়মিত স্বপ্ন দেখতাম
সঘন সহিংসতার স্বপ্ন,
স্বপ্ন দেখতাম শরীরে-আত্মায়:
ফিরে আসার; খাদ্যগ্রহণের; গল্প বলার।
যতক্ষণ না প্রত্যূষের নির্দেশ
সংক্ষিপ্ত আওয়াজ দিতো, ধীর
'পঁঅঅপঁপপঁঅঅ'
আর বুকের মধ্যে দুমড়ে-মুচড়ে যেতো হৃৎপিণ্ড

এখন অাবার অামরা ঘরবাড়ি পেয়েছি
আমাদের উদর পরিপূর্ণ,
গল্প বলার মধ্যে আছি আমরা।
সময় এলো। শীঘ্রি আবারও শুনতে পাবো
সেই অদ্ভূত নির্দেশ:
'পঁঅঅপঁপপঁঅঅ'

*Bengalized by Rahman Henry

This is a translation of the poem Reveille by Primo Levi
Saturday, September 12, 2015
Topic(s) of this poem: military service,violence,war
COMMENTS OF THE POEM
M Asim Nehal 12 September 2015

Superb Translation..........10

2 0 Reply
Rahman Henry 12 September 2015

Thanks a lot for your inspired comment, dear poet.

0 0
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success