স্বীকারোক্তি ।। চার্লস বুকোবস্কি (Bengali Version Of Confession) Poem by Rahman Henry

স্বীকারোক্তি ।। চার্লস বুকোবস্কি (Bengali Version Of Confession)

Rating: 5.0

মৃত্যুর অপেক্ষা করছি
একটা বেড়ালের মত
যে লাফিয়ে, উঠবে
বিছানায়

আমার বউটার জন্য
খুব, খুবই দুঃখিত আমি

সে দেখবে, এই
সিটকে লাগা
রক্তহীন ফ্যাকাসে
শরীর
একবার ঝাঁকাবে ওটা, তারপর
সম্ভবত
আবারও

'মাণিক'

মাণিক
সাড়া দেবে না।

যা আমাকে উদ্বিগ্ন করছে
সেটা, আমার মৃত্যু নয়,
সেটা হলো, আমার অভাগা বউটা,
যে থেকে যাবে
শূন্যতার এই
স্তূপ নিয়ে।

যদিও আমি তাকে জানাতে চাই যে,
বছরের পর বছর
এক বিছানায় শুয়েও
যা আমি বোঝাতে পারিনি;

যে কঠিনতম
কথাটি, কোনওদিনও
তাকে আমি বলে বোঝাতে পারিনি.
আজ নিশ্চয় পারবো,
এই সিঁটকে লাগা
ফ্যাকাশে, নিথর দেহে:

আমি ভালোবাসি
তোমাকে।


* Bengalized by Rahman Henry

** Original:

Confession - Poem by Charles Bukowski

This is a translation of the poem Confession by Charles Bukowski
Monday, December 7, 2015
Topic(s) of this poem: confessional,death,love,cat
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success