Bangla Haiku 6 Poem by Sanjib Saha

Bangla Haiku 6

হাইকু

৩১

জল টলটল করে
টলমল পায়ে হাঁটে শিশু—
বুক টনটন করে।

৩২

এক মুখ মুখে
সরে সরে যায় —
আমি মানুষ খুঁজি।

৩৩

আমাদের চোখ
বেশি বেশি কাঁপে,
বুক স্তব্ধ হয়।

৩৪

এইটুকু জীবন
বেশি মাখামাখি করে—
দিন চলে যায়।

৩৫

চারদিক পা ফেলা
এ এক অসমাপ্ত কাব্য,
জন্ম শোধ হয় না।



—————————————————————————
সঞ্জীব

Saturday, April 18, 2015
Topic(s) of this poem: philosophical
POET'S NOTES ABOUT THE POEM
To popularise haiku in Bengali.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success