প্রেম Poem by Tushar Ray

প্রেম

আমি হইযে বড়ই খুসি
যবে, দেখিগো আমার পাশে এসে তব
মুখে ফুটে উঠে হাসি I

মোর বাহিরূপ টানে আসি এ কাননে
যবে বল 'আহা' তৃপ্ত নয়নে
তবে তোমার পুলকে ভরে মোর বুক
চাপিগো অশ্রু রাশি I

আমি হইগো পরম খুসি
যবে মোর মধুলাগি আসে মধুকর
বাজায়ে মোহন বাঁশি I

মোর বাহিরের রূপে ত্যজিয়া পিছনে
সে যে আসে ছুটি সোজা হৃদিপানে
চুম্বনে মোরে ভরায় যখন
ওগো আনন্দ সাগরে ভাসি I

ওগো, তোমরাতো শুধু বাহিরের টানে
ছুটে আসো মোর পানে
ভোমরা যে আসে হরিতে হৃদয়,
ভরিতে আমার প্রাণে I
- - - - - - - - - - - - - - -
জুলাই ২৯, ১৯৮৮
ডুয়েট, নিউইয়র্ক

Tuesday, June 2, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success