হয়তো Poem by Dipankar Sadhukhan

হয়তো

যদি নাইবা রবে তুমি মোর জীবন পারে,
তবে কেন এলে মোর হৃদয় অন্তরে।
হয়তো বা মুক্ত বিহঙ্গের মতো উড়তাম গগনে;
ভিজতাম শীতের সোনা রোদ্দুরে একমনে।
গাইতাম সুমধুর সঙ্গীত আপনমনে;
আর আনন্দের অশ্রু দেখা যেত ধরণীর নয়নে।

তুমি তো কখনও স্বপ্ন হয়ে আস নি মোর জীবনে।
দুঃস্বপ্নের মতো তাড়িত করেছ মোরে রাত দিনে।
হয়তো বা বসন্তের বাতাস হয়ে বয়তাম নীরবে;
আর ধরণীকে মাতাতাম রজনী ও গোলাপের সৌরভে।
হয়তো বা গ্রীষ্মে বৃষ্টি হয়ে নামতাম ধরণীতে
তপ্ত-দগ্ধ পৃথিবীর জ্বালা জুড়াতে।

©দীপঙ্কর সাধুখাঁ
Kolkata, India.
21st May,2015.

হয়তো
Saturday, May 30, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success