স্বামীজি স্মরণে Poem by Tushar Ray

স্বামীজি স্মরণে

শিকাগো তোমার পরশে পেলেম
সুগভীর অনুভব
বীর সন্নাসী বিবেকানন্দের
নীরব কন্ঠরব I

তোমার পথের আথারে পাথারে
বিগত দিনের স্মৃতি ঝংকারে
সেই অতীতের সতেজ ভাসন
বাজে মনোবীণা তারে I

প্রাক ভারতের প্রতিনিধি হয়ে
গত শতাব্দী অবসানে
এসেছিলে তুমি বিলাইতে প্রেমে
বিশ্বমানব মনে I

প্রাচ্যের যত পন্ডিত জ্ঞানী
আছিল সেথায় প্রচারিতে বাণী
তোমার অসীম প্রজ্ঞা প্রভাবে
নতশির সব গুনী I

বুঝালে মানবে শুধু পুঁথিগত
নহে ধর্মের ভাব
প্রাণে প্রাণে ছেয়ে আছেগো মর্মে
সবার স্বরূপ ভাব I

মহাজ্ঞানী রামকৃষ্ণের বাণী -
তব গুরু প্রদত্ত্ব জ্ঞানে
বিলাইলে তুমি অকৃপণ হৃদে
ধরার পিপাসু জনে I

বলিলে সবারে আপামর জন
একই ধর্ম নিখিল ভুবনে
ভেদ রয় শুধু পথের প্রকারে
একই জ্যোতি প্রাণে প্রাণে I

তব অগ্নিবাণী অপরূপ তেজে
যেই জাগরণ অনিল সমাজে
সেই নল আজি হয়ে দাবানল
আজি ব্যাপ্তিছে সব মনে I

ওগো মলীন দগ্ধ ভস্মের ভূমে
হবে অঙ্কুর ভরিবে কুসুমে
ফুটিবে ধরায় শত শত দল
নবীন রবিরে চুমে I

ওগো ধরাজয়ী বীর সন্যাসী
জিনিলে যা অসি বিনে
অস্ত্রবলে বলীয়ান রাজা
পারেনি তা কোনো দিনে I

তাইত গো তুমি রাজার রাজা
হয়েছো সঙ্গোপনে
হাজার মনের চিত্ত আসনে
স্থান লভি প্রেম দানে I
- - - - - - - - - -
মে ১২, ১৯৮৭, শিকাগো, ইলিনয

Friday, May 29, 2015
Topic(s) of this poem: ode
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success