দু চোখে বেদনার অশ্রুঃ কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিক Poem by SAKISABRE Saki

দু চোখে বেদনার অশ্রুঃ কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিক

কবিকে শুধু আজকের জন্য না
সব দিনের জন্যেই শ্রদ্ধাভরে শ্মরণ করি
জাতীয় কবি নজরূল ইসলামের বিরুদ্ধে
কোন গভীর ষড়যন্ত্র কি হচ্ছে
বাংলাদেশ থেকে হারাতে বসেছে কি নজরুলের লেখনীগুলো
কিন্তু কারা তা করছে
একদিন চট্টগ্রাম আউটার স্টোডিয়ামে
বই মেলায় এক আলোচনা পর্বে
বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক
অত্যন্ত দম্ভ করেই বলেছিলেন
‘নজরুল কোন কবি’ই নয়
তিনিও সাম্প্রদায়িক ছিলেন
ইসলামি গান, গজল ইত্যাদি লিখেছেন সুতরাং তাকে কবি বলা যায় না
বড়জোর পদ্য লেখক বলা যেতে পারে’ ইত্যাদি
আমাদের জাতীয় কবি এদেশের মাটি মানুষের কবি
দুনিয়ার মজলুম মানুষের কন্ঠস্বর
বিদ্রোহী কবি
কবির মৃত্যু বার্ষিকীতে হবে
জাতীয় কবির জন্ম অনুষ্ঠান হবে না কেন?
জাতীয় কবির প্রতি দেশের আপামর মানুষের
যে ভক্তিশ্রদ্ধার নিবিড় সম্পর্ক রয়েছে
এর কোন প্রতিফলনই আজ দেখা যায় না সরকারী কিংবা আজকের সুশিল সমাজের কোন অনুষ্ঠানে
‘কবি নজরুল ইসলাম কলেজ’
নামটি থেকে ‘ইসলাম’ শব্দটিকে বাদ দিয়ে নামকরন করা হয় ‘কবি নজরুল কলেজ’
জাতীয় কবির নাম থেকে ‘ইসলাম’ নিধন করেই এরা ক্ষান্ত নয়
তার যাবতীয় কর্মকান্ড ও অবদানকেও এরা মুছে দিতে চায় অতীব কৌশলে
রেডিও, টিভি থেকে নজরুল ইসলামের ইসলামী সংগীত ও প্রাণস্পর্শ গজলগুলো প্রায়ই হারিয়ে যাচ্ছে নজরুল ইসলামের ‘ইসলাম’ যদি সাম্প্রদায়িক হয় তাহলে আজ সিরাজগঞ্জের শাহজাদ পুরে বিশ্বভারতীর আদলে যে রবীন্দ্র কলেজ স্থাপন করা হচ্ছে তাহলে রবীন্দ্রর’ ‘ইন্দ্র’ “নাথ” কি নিরপেক্ষতার পরিচয় বহন করে..?
এখানে যদি সত্যিকার ভাবে নিরপেক্ষ দৃষ্টিতে দেখা যায়
তাহলে দেখা যাবে ইসলাম যেমন ইসলামী হওয়ায় নিরপেক্ষতার বিপরীত ঠিক তেমনি রবীন্দ্র’র ‘ইন্দ্র’ বা ‘নাথ’ শব্দটি হিন্দু ধর্মের হওয়ায় সেটাও নিরপেক্ষতার বিপরীত
নিরপেক্ষতা স্থাপনের কথা বলে নজরুলের পাশে ইসলাম যদি সুশিল সমাজ কাটতে পারেন
তাহলে ‘ইন্দ্র’ ‘নাথ’ কাটতে এত অনীহা কেন?
ঠিক তেমনি নজরুল ইসলামের ইসলাম যদি বাদ দেওয়া যায় তাহলে জগন্নাথ কলেজের ‘নাথ’কে বাদ দেওয়া হচ্ছে না কেন
আর যদি দম্ভ করে রবীন্দ্রনাথ কলেজ স্থাপনে “ইন্দ্র” জগন্নাথ কলেজের “নাথ” সাম্প্রদায়িক না হয় তাহলে কবি নজরুল কলেজে পুনরায় ইসলাম শব্দ যোগ করে ‘কবি নজরুল ইসলাম’ কলেজ পুনস্থাপিত করার জোর দাবী জানাচ্ছি
সেই সাথে জাতীয় কবির বিরুদ্ধে শুরু হওয়া গভীর ষড়যন্ত্র রুখে দিতে কবি প্রেমিক সকলকে এগিয়ে আসা এখন সময়ের প্রয়োজন
কারন আজ জাতীয় কবি নেই, কিন্তু তার লেখা চির অম্লান হয়ে থাকবে, অনুপ্রাণিত করবে নির্যাতিত দুঃখী মানুষদের
অথচ, এ লেখাগুলোও আজ সুকৌশলে আড়াল করে ফেলেছে তথাকথিত আজকের সাহিত্যিক নামক লোকগুলু!
জাতীয় কবির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জবাব দেবার সময় হয়েছে!

(collected)

Monday, May 25, 2015
Topic(s) of this poem: spring
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
SAKISABRE Saki

SAKISABRE Saki

Tangail
Close
Error Success