দর্শন Poem by Tushar Ray

দর্শন

জন্মাবধি আছো ওগো তুমি জগতখানি জুরে
তবু দেখাতো কভু পাইনি প্রভু বুঝব কেমন করে!
কতই স্বকৃত নিষিদ্ধকর্মে
বেঁধেছিনু মোরে মর্মে মর্মে
সেই বন্ধন তুমি-আমি-মাঝে দাঁড়া লো আড়াল করে
সেই বোঝা ক্রমে লাঘব করিয়া
কেঁদেছি কেবল রহিয়া রহিয়া
ভেবেছি কেবল কখন তোমায় দেখব আমার ঘরে
বিচ্ছেদের সেই দারুন দাহ
কাটালো ক্রমে সকল মোহ
তখন বীনাখানি উঠলো বেজে তোমার প্রেমের সুরে
হৃদয়বীনার সেই অনুরণ
অনুতে অনুতে দিলো শিহরণ
অনুভবে বুঝনু তখন তুমিই মনটি জুড়ে
রয়েছো তুমিই আকাশে বাতাসে নানাঢঙ্গে নানাসুরে

- - - - - - - - - - - - - - - - - - - -

Tuesday, May 5, 2015
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success