কালজয়ী কলকাতা* Poem by Tushar Ray

কালজয়ী কলকাতা*

Rating: 5.0

কি আনন্দেই দাঁড়িয়ে আছ
পূত গঙ্গা-তীরে
বুঝি হাজার বছর ধরে
হাত-মিলালে সুতানুটি আর গোবিন্দপুর সাথে
ভবিষ্যতে নয়ন রাখি
হাসিটি অধরে
যে হাসি ছড়ালো আজি ধরা-বক্ষ জুড়ে

সুদুর অতীত থেকে
দাঁড়িয়ে আছ কালী মায়ের
স্নেহাশিস মেখে
যে মায়ের আশিস মাগি কত যুগ ধরে
অগুন্তি মানুষ আসে মায়ের মন্দিরে
দূর দুরান্ত থেকে, তীর্থযাত্রী দল
অশান্ত হয়েছে যারা
পানকরি সংসার হলাহল
শান্তি পেয়ে পুজাশেষে
ফিরে যায় আপনার ঘরে

তোমার শিক্ষার নাহি পার
দেশ-কাল-পাত্র ভেদে ইহার প্রসার
যে শিক্ষায় শিক্ষিত তব সন্তানের দল
সর্ব ধর্মে শ্রধাদানে হয়েছে সফল
রচিয়া তোমার বুকে এক আদর্শ সমাজ
যার সমতুল্য আমি দেখিনা যে আজ
যুগ যুগ ধরি কত জ্ঞানীগুনি জন
করিয়া তব পদে শ্রদ্ধা নিবেদন
বাহিরিল প্রচারিতে
আত্মজ্ঞান লাভই হলো এযুগের শ্রেষ্ঠ সাধন

এইত সেদিন এলেন মাদার তেরেসা
জগতের দুস্থজনে যোগাতে ভরসা
নিজেরে উত্স্বর্গ করি দুস্থের সেবায়
অন্যেরে দেখালেন পথ ঘুচাতে দুর্দশা
যেই আত্মদান মাঝে কতজনে পেলেন পূর্ণতা

ভাবি তাই
কালের নগরী তুমি
যুগে যুগে কত বিদেশী এসেছে
তব সহজ সরলতারে মানি
কালে কালে এলো শক, হুন, মুঘল
ফ্রেন্চ, ইংরেজ আরো কত দল
পুরিলো নিজের ধনভান্ডার,
হলো তব ধনে ধনী
তাদের অনেকে ফিরিল স্বদেশে
অনেকে আবার মিশে গেল শেষে
ক্রমে নতুন প্রজন্ম গড়িয়া উঠিল
তোমারি কোলটি ঘেঁসে


কত শতাব্দী ব্যাপী শুনি
প্রসারিলে বিশিষ্ঠ জ্ঞান
আপনাতে আপনি
বিশাল সেই বিজ্ঞান ভান্ডার
তোমারে উজ্জ্বল করি,
বিকসিছে জগত মাঝার
দৃষ্টি করি আকর্ষণ করে নিমন্ত্রণ
আদান-প্রদান দিয়ে
তোমামাঝে ঘটাতে মিলন

বছর ঘিরে নানান উত্সবে
তোমার আনন্দ মেলা বসে যবে
জাতি-ধর্মের উর্ধে তখন
তোমার সাধের ভেলাটি ভাসে
বারো মাসে তের পার্বনে
শংখধ্বনি ভরায় গগনে
তোমার সহাজানন্দ ঠিকরে পড়ে
এতোটুকু অবকাশে

তব সার্বজনীন ধ্বজা খানি
উভয় হাতে বহি
এগিয়ে চলেছ নিতি
সব সংকট সহি
আপন স্বভাব উর্ধে রাখি
তীর্থযাত্রার পুরোভাগে থাকি
হয়েছ গো পথের দিশারী
এইত সেদিন তীর্থভ্রমণ পথে
দেখালে শ্রীরামকৃষ্ণ,
বিবেকানন্দ আর শ্রীশ্রীমাকে
এভাবে কালে কালে কত গুনিজনে
করিলে আসন দান
গাঁথি সেই মালা সোভিয়া অঙ্গে
সদা রাখো তারে অম্লান
আপন স্বভাবে স্বাধিছ এভাবে
জগতের কল্যাণ

ওগো কালজয়ী কলকাতা মোর
সবার তিলত্ত্বমা
লহো মোর সাষ্টাঙ্গ প্রনাম
তব ক্রোড়ে জন্ম লভিয়া ওগো
পূর্ণ হয়েছে মনস্কাম
- - - - - - - - - - - - - - - - - -
মে ২২, ২০১২
* কলকাতার প্রতি গভীর ভালবাসার প্রতিক হিসাবে কবিতাটি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী
শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবিনয়ে উত্স্বর্গ করিলাম

COMMENTS OF THE POEM
Jahooru Islam 13 April 2015

কালে কালে এলো শক, হুন, মুঘল ফ্রেন্চ, ইংরেজ আরো কত দল পুরিলো নিজের ধনভান্ডার, হলো তব ধনে ধনী তাদের অনেকে ফিরিল স্বদেশে অনেকে আবার মিশে গেল শেষে ক্রমে নতুন প্রজন্ম গড়িয়া উঠিল তোমারি কোলটি ঘেঁসে.................চমৎকার! চমৎকার! আমার খুব ভাল লেছে কবিতাটি...সুন্দর কবিতার জন্য আমি ১০ মার্ক করলাম! !

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Tushar Ray

Tushar Ray

Kolkata, India
Close
Error Success