হিংসায় পশুদের থেকে মানুষেই অগ্রণী Poem by Abdul Wahab

হিংসায় পশুদের থেকে মানুষেই অগ্রণী

Rating: 5.0

হিংসায় পশুদের থেকে মানুষেই অগ্রণী

বেড়াতে গিয়ে নিজ অজান্তেই হারিয়ে গিয়ে ছিলাম
ঘন এক গভীর অজানা জঙ্গলে
পাশে ছিল এক সমুদ্র
আর তার তীরেই ছিল এক জনহীন দ্বীপ
সেই দ্বীপে নাই নাই করে কাটিয়েছিলাম
পাক্কা সাত মাস তের দিন
সাথী বলতে ছিল যতসব কীটপতঙ্গ
আর দেখা করতে আসতো
এক এক করে ছোট ছোট পশু থেকে
বড় বড় নানা ধরনের, নানা রঙের বিহঙ্গ
কোন বর্ণনা দেওয়ার আগে বলে রাখি
সকল মানুষের তরফ থেকে আমি তাদের কাছে মাফ চেয়ে নিয়েছি
কারন এই মানুষের জাত
শুধু ঢাকবার জন্য নিজের খাম চরিত্র আর হিংস্র স্বভাব
বড় বজ্জাতি করে করেছিল রাজনীতি
এবং বলেছিল মানুষের থেকে পশুরাই হিংস্রতর
কিন্তু তাদের দেওয়া পরিসংখ্যান থেকে যা জেনেছি
তাতে নির্ভুল ভাবে প্রমাণিত হয় এবং আজ আমি নিশ্চিত রুপে বলতে পারি
হিংসায় পশুদের থেকে মানুষেই অগ্রণী
নিজের হাতে নিজেরা
কিংবা তাদের হাতে যত না মরেছে মানুষ
মানুষের হাতে পশুরা
আর মানুষের হাতে মানুষ মরেছে তার থেকে অনেক অনেক গুণ বেশী।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success