সুন্দর যে করে সে সুন্দর হয় Poem by Madhabi Banerjee

সুন্দর যে করে সে সুন্দর হয়

Rating: 5.0

মেয়েটি তো বেশ শ্রীময়ী আর ডাগরপানা হয়ে উঠেছে
ওতো নখে নেল পলিশ লাগায় না, মুখমন্ডলে প্রসাধন সামগ্রী ব্যাবহার করে না
কোনোরূপ চেষ্টা ছাড়াই ও বড় হয়ে উঠেছে
মাথায় এক অবিন্যস্ত এক ঢাল কাল চুলের এক অনন্য শোভা
পাড়াতে ও সুন্দরী বলেই খ্যাত, সবাই বলে-কী মিষ্টি মেয়ে,
এতে বাড়ির সদা শাসক দাদার বিশেষ আপত্তি,
তার দার্শনিক উক্তি-‘সুন্দর দেখার চোখ সবার হয় না’।
মেয়েটি নিজেকে আয়নায় দেখেনি কারণ
কোনো বড় আয়না ওদের ছিলই না।
মেয়েটি জানে ঘরের লোকেরাই আয়নার কাজ করে
সকল খুঁত ধরিয়ে দেয় আর জানে ‘সুন্দর যে করে সেই সুন্দর হয়’
মেয়েটি পড়াশুনাতে মন দিল কঠোর পরিশ্রম করে
অবশেষে জীবনে স্বাবলম্বী হ’লো
পাড়াপ্রতিবেশীরা প্রশংসায় পঞ্চমুখ
প্রশাসক দাদাটি বলে-এ আর এমন কি, উল্লসিত হওয়া কোনো কারণ নেই
আজকাল সব মেয়েরাই স্বাবলম্বী
মেয়েটিভাবে –ঠিকই তো, প্রতিবেশীরা সবাই ভালবাসে,
তাই গুন রূপের প্রশংসা করে।
ঘরের লোকই তো আয়না-
সুন্দর যে করে সেই সুন্দর হয়
সে আরো পরিশ্রম করতে লাগল, সৃজনশীল কাজে মন দিল
এবার তার খ্যাতি আর পাড়াতে সীমাবদ্ধ রইল না।
একদিন এক সদাশয় গুনী মানুষ তাকে ঘরে নিয়ে এল বউ করে
এতদিনে একটি বড় আয়নাও এনেছে ঘর
আয়নায় নিজেকে ভাল করে দেখেল মেয়েটি
দয়িতের ভালবাসার রং-এ বুঝি মানুষ এমন সুন্দর হয়।
উদারমনা মিষ্টি মেয়েটি কোনদিন ভাবতেই পারেনি
তার সদা শাসক দাদাটি এতদিন ওকে হিংসা করে এসেছে।।

Sunday, April 26, 2015
Topic(s) of this poem: love and life
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 10 April 2019

This is really a beautiful poem on love, life and beauty having nice penmanship. The following lines have much impact. ঘরের লোকই তো আয়না- সুন্দর যে করে সেই সুন্দর হয় সে আরো পরিশ্রম করতে লাগল, সৃজনশীল কাজে মন দিল এবার তার খ্যাতি আর পাড়াতে সীমাবদ্ধ রইল না। Thank you dear madam for sharing this gem.10

1 0 Reply
Madhabi Banerjee 10 April 2019

thank you so much for your precious comments

0 0
Malabika Ray Choudhury 08 March 2018

Another lovely poem! This is so true! Thank you.

1 0 Reply
Madhabi Banerjee 10 April 2019

malabika, thank you. received your letter. but I reply later, pardon me for delay.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success