আদর্শ এক জুটি আমরা দুটি Poem by Madhabi Banerjee

আদর্শ এক জুটি আমরা দুটি

জুটি
মাধবী বন্দ্যোপাধ্যায়
আদর্শ এক জুটি আমরা দুটি –লোকে বলে
ঘরের আসবাবপত্র খুঁটিনাটি সবই পছন্দের তাঁর
তবে মুদিখানার কেনাকাটায় অবাধ স্বাধীনতা আমার
আদর্শ এক জুটি আমরা দুটি –লোকে বলে
ভ্রমণ পিপাসু দয়িত আমার পছন্দ পাহাড় তার
আমার পছন্দ শুনে বলে সাগর জঙ্গলে আছে কি দেখার
স্বৈরতন্ত্রের বিরোধী তিনি সাম্যবাদী উদার
নারী দিবসে বক্তব্য রাখেন ঘরেতে প্রভু আমার
আামাদের এক মন এক প্রাণ আমার টাকা ওনার
কিন্তু মজাটা হ’ল হিসেবের সময় ওনার টাকা ওনার।
আদর্শ এক জুটি আমরা দুটি –লোকে বলে
আমার বাপের বাড়ির লোকেরা সব বারভূত
আমার শশুরবাড়ির লোকেরা সব্বাই চন্দ্র-তারা আর দেবদূত।
আদর্শ এক জুটি আমরা দুটি –লোকে বলে
ঘরের মানুষটি যেমন চালায় আমি তেমনি চলি
যেমন বলায় আমি তেমনি বলি
কোনোরূপ ঝগড়া-ঝাটি, বাক-বিতন্ডা? পাগল নাকি
মান অভিমান? কোনো বুদ্ধিমতীর সাজে কি?
আদর্শ এক জুটি আমরা দুটি –লোকে বলে

Friday, April 24, 2015
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
Pranab Majumdar 25 April 2015

simple words but excellent thoughts

1 0 Reply
Madhabi Banerjee 14 March 2016

you read the poem. thanks

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success