কবির পড়ুয়া Poem by Ashraful Alam Shikder

কবির পড়ুয়া

বিকেলে ছেলে সাথে স্কুলের এক বন্ধুকে এনে বললে
বাপি, ও তোমার কবিতার খুব প্রসংশা করে

বাবা হেসে বলে, বেশ ভাল
ওকে আমার এবারকার পুরষ্কারপ্রাপ্ত বইখানা,
এক কপি দিয়ে দাও, আমার উপহার
তাতে কবিতা লিখবার কলমে লিখে দিলাম
মন্দ বলার অধিকার, জন্মগত ভাবে সবার
ভাল বলার অধিকার
ঈশ্বর শুধু দিয়েছে তাকে
যে সেটা বোঝে।

September 20,2014

Friday, October 3, 2014
Topic(s) of this poem: poetry
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success