<<<<ফুলো ফুলো Poem by Abdul Wahab

<<<<ফুলো ফুলো

Rating: 5.0

ফুলো ফুলো
poet - -abdul wahab

ফুলো ফুলো
বেলুনের মতো ফুলো
ফুলে ফুলে
ফুস করে ফাটো ।

পটল বেগুনের মতো পুড়ো
আলুর মতো গড়িয়ে চলো
আম ডুমুরে বাগান
কালো সাদা
সাদা কালো
ঝালে অম্বলে
থাকা বড়ো ভালো ।

তছরুপ করো
সরকারের টাকা
জনগণের টাকা
খেয়ে ফেলো
আর আত্মসম্মান?
সেরেডনের মতো গিলো ।

খেয়ে খেয়ে বেঁচে থাকো
বেঁচে থাকবার জন্যে শুধু বাঁচো ।

চাল বাচালের মতো
নানা কথা
এক ছুড়ি কথা
তার কথা এর কাছে
এর কথা তার কাছে
মিথ্যা প্রচার করে চলো ।

খাও খাও
সরা গলা পচা
সব কিছু খাও
খাবার তো খায়
শকুন শৃগাল সারমেও
আয়নার সামনে আত্মাটা খুলে
একবার দেখে নিও ।

Monday, July 21, 2014
Topic(s) of this poem: soul
COMMENTS OF THE POEM
Ramesh Rai 16 September 2014

Nice.............poem. loved it.

0 0 Reply
Aftab Alam Khursheed 30 August 2014

Swell like balloon, deflate like balloon and the last stanza once you see the mirror...lovely poem a message of guidance thank you

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success