ফুলের ইস্তেহার -৫ Poem by Moloy Mazumdar

ফুলের ইস্তেহার -৫

ফুলের ইস্তেহার -৫
-মলয় মজুমদার

কিছু গান শুধু তোমার জন্যই শুনতে ভালো লাগে
যে কোন সময়
রাত যখন ঢেকে দেয় বনানীর বুনো ফুলে, নক্ষত্রের
ভাষায়,
পাল্কীর গানের মত এক মত্ততা ঢাকে ক্রোধ, আসে
ঘুম জোয়ারের টানে
তোমাকে ডাকি বার বার পাঁজরের ভুল ছন্দে, দলবদ্ধ
মিছিলের ডাকি ফুলের সাজিতে ।

আরো কত রাত, কতদিন, যুগ আর যুগান্তের মাদলের
মাতাল পদক্ষেপে তোমার খোপায় সাজাতে পারবো
ফুলের মালা অথবা যন্ত্রণার বারুদ ।

আমার ছন্দহীন গানগুলো কোনদিনই তুমি পচ্ছন্দ করনি
পচ্ছন্দ করনি গোলাপের লাল রঙ,
পচ্ছন্দ করনি ধর্মঘটী শ্রমিকের কমিউনিস্ট ভাব ভাবনা
একটা ধর্মীয় ভাবাবেগ নিয়ে ভোট দিয়ে ফিরে আসো ।
অথচ আমি ফিরতে বলেছি আমার কাছে সামুদ্রিক ঝর
হয়ে, বালিয়াড়ী সন্ধ্যায় আকাশের তারা হয়ে রাতের আলোতে
ফুলের বাঁধনে হাহাকার বুকের মাঝে ফিরে এসো আবার ।
জানি আসবে না, বলবে না কোন কথা, শুধু পরিহাস,
যন্ত্রণার ভাগাড়ে আমার চেনা পৃথিবীর গল্প হয়ে থেমে গেছো ।

আমি কল্পবিলাসী, তাই অনেক কিছুই বুঝতে পারিনা সহজভাবে,
সহজ ভাবে দেখতে পাইনি তোমার প্রেম আমার জন্য আজো
নেই, ছিলনা কখনো, শুধু পালতোলা ঘাটে আমার পরিচয়
ছিল ব্যর্থ নাবিকের ।

- - - - - - - ১২-০৯-২০১৪- - - - - - - -

Friday, January 2, 2015
Topic(s) of this poem: Love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Moloy Mazumdar

Moloy Mazumdar

Siliguri
Close
Error Success