আমাদের জীবন Poem by Abdul Wahab

আমাদের জীবন

Rating: 5.0

আমাদের জীবন

আমাদের জীবন কেন এমন
সব কিছু থাকতেও
নাই কিছু এখন
কারা খেল এসে
লুটেপুটে
পিঁপড়ের মতন?

আমাদেরও মন আছে
আছে মনব্যথা
মুখ আছে, বুক আছে
আছে আনেক কথা
শুধু নাই জীবন
বলতে কি পার
কারা নিল এসে কেড়ে?

এই সরকার, ঐ সরকার
সবাই দিল তেল
যাদের আছে ভূরি ভূরি
যাদের আছে অঢেল
সব কিছু নষ্ট করল তারা
আমাদের তরে আছে শুধু
শীতল হাওয়া
তাও দেবে তারা বেচে
কম্পানীর কাছে
কিনে খেতে হবে একদিন
যেমন কিনে খাই আজ
তৃষ্ণা মেটানোর জল ।
,
সরকার নড়ে, সরকার সরে
গাছের পাতা নড়ে
বৃষটি পড়ে
আমাদের তরে
তবু কেন বলতে পারিস
গড়ের মাঠে গড়াগড়ি খায়
আমাদের ভাগ্য ধুলো খায়
জুতোর তলায়?
প্রশ্ন গুলো অতি সহজ
সবাই জানে
শুধু না জানার ছল করে চলে।

Saturday, July 19, 2014
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
Dipankar Sadhukhan 18 October 2016

অসাধারণ! You are invited to read my poems and make a comment on my page...

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success