কি ভাবে ইবাদত নষ্ট হয় Poem by Rhymer Rhymer

কি ভাবে ইবাদত নষ্ট হয়

Rating: 5.0

ইবাদত নষ্টের দুইটি শয়তান আছে
একটা হলও মানুষরুপী আর অপরটা হলও জিন্রুপি
কি কারনে শয়তান জোঁকের মতো তোমার সাথে লেগে আছে
তার জ্ঞান তোমার আছে কি?
নাই কারন এগুলুকে তুমি শতানের খোরাক মনে করো না
তোমার হিংসা, ঘৃণা, চোগলখুরী, লোভ, রিয়া, হাসাদ এসব নিয়ে ভাবো না
আবার আছে নফসে আম্মারার প্রবল ঝোঁক যার বাইরে একদম তুমি চলতে পারনা
তুমি দুই জনার দাস
আল্লাহ কে বাদ দিয়ে নফস আর শয়তানের পুজা করছও
তোমার ইবাদত হচ্ছে না তাই দোয়া বিফলে যাচ্ছে
তুমি সামান্য বিড়ি খাওয়াই ছাড়তে পারনা
গুনাহ করে এসে গা ধুয়ে মানুষকে দেখাচ্ছ কত বড় ভাল মানুষ
তোমার বদ নফস তোমাকে দিয়ে কি না করাচ্ছে
তোমার খারাপ লাগে না
তুমি অন্ধ
এই দুই শত্রু কে দমন করা না গেলে তোমার ইবাদত বন্দিগি সব বৃথা
তোমার দরকার কোঠর রিয়াজত আর পথ নির্দেশক
শয়তানকে আর নফস্কে চিনে জেনে ইবাদত করো নইলে শুন্য হাড়ি চুলায় জালিওনা
লাভ হবে না।

Wednesday, October 2, 2019
Topic(s) of this poem: path,way
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 03 October 2019

আমি ধ্বংস করি আমাকে ধ্বংস করি নিজের প্রার্থনাকে ধ্বংস করি লৌকিকতাহীন অর্চনা কে আমার লোভ, ক্রুধ, মোহ, হিংসা, বিদ্বেষ আমাকে চিনতে দেয়না নিজেকে না, না, না, সাকার মানুষরূপী কিংবা আকারহীন জিনরূপী কোন শয়তান আমাকে ধ্বংস করেনা! ওরা আসে শুধু লোভের পথ দেখায় আর এ জ্ঞানহীন অহংবোধী লোভী আমিই আমাকে নিয়ে চলি অযাচিত ধ্বংসে নিয়ে চলি সকল নির্মল প্রার্থনা নির্মূলে ................! ! ! //

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success