ইবাদত আর আল্লহ র বিরোধিতা কি? Poem by Rhymer Rhymer

ইবাদত আর আল্লহ র বিরোধিতা কি?

Rating: 5.0

তোমার ইবাদত হবে আকল দ্বারা
এ দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র
বীজ যেভাবে বুনবে ফসল তেম্নিতর মিলবে
সকল নিয়ামত ই তো আল্লার
তবে তোমার কি সমস্যা যে তার নিয়ামতে পুষ্ট্ হয়ে
তারই বিরোধিতা করে শয়তান আর নফসের গোলামী করছও?
"তাদের কাছে যাও যাদের গোলামি করছো"
"আমার জান্নাত তোমার জন্য নয়"
এই দুনিয়া কাওকে পূর্ণ সুখ দিতে পারবে না
ইবাদত না করলে সুদীর্ঘ বাসনাই শুধু হবে দীর্ঘতর
আশা দীর্ঘস্থায়ী হলে তা মিটে না
আর শয়তান তো পিছে ঘুর ঘুর করছে তোমাকে মিথ্যে আশায় ফেলে প্রতারিত করবে
শয়তান সরাও সঠিক ইবাদত দিয়ে
শয়ান আর নফসকে পরিহার করে আল্লার গোলাম যারা হয়েছে তাদের অনুসরণ করো।

Wednesday, October 2, 2019
Topic(s) of this poem: path,truth
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 03 October 2019

তোমার ইবাদত হবে আকল দ্বারা/// হ্যাঁ বিবেকের তরীতে নিজেকে বসিয়ে সকল সৃষ্টির স্রষ্টাকে জানতে হবে সৃষ্টির মাঝে বিভেদহীনে

0 0 Reply
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success