আহ্বান Poem by Arun Maji

আহ্বান

Rating: 5.0

সহ্য করা ভালো।
কিন্তু তোমাকে জানতে হবে
সহ্যের কোন সীমানা পার হলে-
তোমাকে ফোঁস করতে হবে।

পৃথিবীতে সাধু আছে
আবার অনেক রাক্ষসও আছে।
রাক্ষসের সামনে তুমি তো আর
তুলতুলে মাংস সেজে বাঁচতে পারো না!

তখন তোমাকেও, নখ আর দাঁতে
বারবার শান দিতে হবে।
যে পন্ডিত, তাত্ত্বিকদের বাস্তব বোধ নেই
তারা মূর্খ অপেক্ষা মূর্খতর!
যে দয়ালুদের বুকে সাহস নেই
তারা কাপুরুষ অপেক্ষা কাপুরুষতর।

ভাবো তো- মহাভারতের যুদ্ধ হলো না!
পৃথিবীটা দুর্যোধন আর দুঃশাসনে ছেয়ে গেলো!
জতুগৃহ জ্বলছে। দ্রৌপদীর বস্ত্রহরণ চলছে!
আর ধার্মিক পাণ্ডবরা দিনরাত জ্বলে পুড়ে মরছে!
আর তুমি অন্ধ ধৃতরাষ্ট্র সেজে
দেখেও সব কিছু না দেখার ভান করছো!

কেমন ক্ষত্রিয় তুমি? কেমন অর্জুন তুমি?
যুদ্ধ ভালো নয়। কিন্তু যুদ্ধই যদি
শান্তির একমাত্র পথ হয়-
তবে শান দাও তোমার তলোয়ারে
ঢাকো বুক, অভেদ্য বর্মের আবরণে।
ঝাঁপিয়ে পড়ে, টুঁটি চেপে ধরো-
যত দুর্যোধন আর দুঃশাসনের!

© অরুণ মাজী
Painting: Richard Johnson

আহ্বান
Monday, April 24, 2017
Topic(s) of this poem: justice,poem,revolution
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success