জীবন আর তার জ্বালানি Poem by Arun Maji

জীবন আর তার জ্বালানি

Rating: 5.0

গরমের আগমন ঘটলেই
মানুষের অভিযোগ আর গালাগালি-
'উঃ কি আঁই ঠাঁই গরম! চটচটে গরম!
শালা হারামির গরমটা যে কবে কমবে! '

গরম তবুও নির্বিকার
আপন ছন্দে, যুগের পর যুগ নেচে যায় সে!
মানুষের পুরস্কার বা তিরস্কারে- কাঁচকলা তার!
কিচ্ছু আসে যায় না তার!

অন্যের হাততালিতেই কেবল নাচতে চায় যারা
তারা জানে না-
অন্যের আমাশা হবে কবে, তাদের হাত অসাড় হবে কবে!
তাদের মনে অবসাদ, বা বিরক্তি আসবে কবে!

ভাবো তো- অন্যের হাততালির কারনেই
সূর্য যদি তার আলো দিতো;
তাহলে এই পৃথিবীর, আজ কি দশা হতো!

বাঁচার জন্য বাঁচো, সুখ পাবে।
সুখের জন্য বাঁচো, দুঃখ পাবে।
নাচার জন্য নাচো, আনন্দ পাবে।
হাততালির জন্য নাচো-
একরাশ- বুকফাটানো হতাশা আর অবসাদ পাবে।

নেশাখোররা কেন সুখী হয় জানো?
তারা হাততালির জন্য নেশা করে না।
নেশাখোরকে জিজ্ঞেস করো-
ভাই, তুমি প্রতিদিন নেশা করো কেন?
সে বলবে-
নিজের মধ্যে নিজেকে, একটু 'ইয়ে লাগে তো'!

জীবনে, ঐ 'ইয়ে'-টাই হলো আসল কথা।

© অরুণ মাজী
Painting: Charles Amable Lenoir

জীবন আর তার জ্বালানি
Monday, April 24, 2017
Topic(s) of this poem: life,motivation,poem,purpose,self discovery,self help
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success