বেদনার ইমারত Poem by Abdul Wahab

বেদনার ইমারত

একটি দুঃখের উপর আর একটি দুঃখ
হল একটি ভাঁজ করা বড়সড় ভঙ্গিল পর্বত
একটি মন খারাপের আর একটি মন খারাপ
না চাইতেই পেলাম একটি বেদনার ইমারত,
লিখিব কি আর ভালোবাসা বা প্রেমের কবিতা?
কেননা কষ্টের কবিতা আমি লিখতে চাই না
যদিও সে গুলি ছিল আমার আগুন দিয়ে শেখা
তবু বুজেছি জীবন মানে কিন্তু বিষণ্ণতা না,
তারা করুক যারা করছে আজ অত্যাচার বর্বরতা
কেননা তারা শক্তিতে বড়ই দুর্বল বা কমজোর
প্রতিশোধ তাদের কাছে একটি শব্দ, এক রঙা পাপড়ি
বাইরে মেকি ভদ্র, ভাবের ঘরে তারা জোচ্চোর ।
যাদের কাছে ছিল অসীম শক্তি তাদের রঙ গোলাপি
তারা মাফ করে দিয়েছে কিংবা গেছে সব ভুলে
এখন যারা ছোট বা নগণ্য তারাই বড় অহংকারী
নোংরা নালার বুদবুদের মতো তারাই উঠেছে ফুলে ।

Thursday, April 6, 2017
Topic(s) of this poem: sorrow
COMMENTS OF THE POEM
B.m. Biswas 06 April 2017

Darun.... The very poem forbade me to take aesthetic pleasure....

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success