বকুলপিসী Poem by Madhabi Banerjee

বকুলপিসী

Rating: 5.0

বকুল পিসী
মাধবী বন্দ্যোপাধ্যায়

ও একটা বড় মেয়ে
ও অনেক উঁচু ক্লাসে পড়তো
স্কুলে কিংবা রাস্তায় আমাকে দেখতে পেলে খুব আদর করতো
একদিন আমার সাথে কথা বলার সময় ওর বান্ধবীরা খুব হাসছিল
আমি জিজ্ঞিসা করলাম ‘ওরা হাসছে কেন? '
‘ও কিছুনা আমি তোর কাকাকে ভালবাসি তাই'
‘আমিও তোমাকে ভালবাসি' শুনে ওর বন্ধুরা খুব হাসল।
আমাদের বাড়িতে এসে মায়ের সাথে খুব গল্প করতো।
আমি বকুল পিসী বলে ডাকতাম
বকুল পিসী কোনোদিন আমার কাকিমা হয়নি,
কাকাও বিয়ে করেনি।
একদিন মা বলেছিল ‘বকুল যদি ব্রাহ্মন হতো! '
তখন আমি ছয় বছরের বালিকা
এখন আমি সাতষট্টি
এখনও বকুলপিসীকে মনে করি।।

Thursday, September 20, 2018
Topic(s) of this poem: personality
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 22 September 2018

Bakul P.C has a nice personality that you have remembered till to day from the age of six. The inscription of the poem is so touching and amusing. I love the following lines...... আমি জিজ্ঞিসা করলাম ‘ওরা হাসছে কেন? ' ‘ও কিছুনা আমি তোর কাকাকে ভালবাসি তাই' ‘আমিও তোমাকে ভালবাসি' শুনে ওর বন্ধুরা খুব হাসল। Beautiful poem shared amazingly.10

0 0 Reply
Madhabi Banerjee 22 September 2018

THANK YOU SO MUCH FOR YOUR VALUABLE COMMENTS

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success