মতানৈক্য Poem by Abdul Wahab

মতানৈক্য

অনেক দূর থেকে তুমি আমাকে কি দেকছ?
আকাশের নক্ষত্রের মতো কি ঝলমল করে জ্বলে উঠেছি?
না ।
তাই তো তুমি আমকে ভাবছ আমি কিছুই না ।
আর আমি?
আমি দেখছি শুধুই জল
এক পুকুর সম্ভাবনার জল আর হাঁটু গেড়ে মাপছি তার দৈর্ঘ্য এবং প্রস্থ
তারপর গভীরতা মেপে ঠিক করে নেব আমার শক্তির পরিমাণ
আর এই শক্তি দিয়ে আমি কি কি করতে পারি
ভাবতে গেলেই গা শিউড়ে ওঠে,
মন পুলকিতও হয় বটে,
আবার গায়ে ধরে ঘ্যাম ।
আর সেই মুহূর্তেই তুমি আমার সাথে কথা বলতে এলে
যখন আমি ভাবছিলাম মন্ত্রী হলে জনগণের সাথে কেমন ব্যবহার করবো
কিংবা শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হলে আমার আচরণটি কেমন হবে
অথবা জাতিয় কবি নির্বাচিত হলে
কেমন ভাব নিতে হবে ।
আর তোমার সাথে কথা বলতে বলতে
আমার বর্তমান নিস্প্রব অবস্থার সাথে
আমার ভবিষ্যৎ সম্ভাবনা
দিলাম সব এক সাথে মিশিয়ে ।
আর তুমি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকলে
আমি কি রকম বড় বড় কথা বলে চলেছি ছোট মুখে ।
এদিকে আবার তোমার মুখের ভাব দেখে
কিংবা আমার কথায় তোমার হ্যাঁ না মেলানোয়
আমার মনে হল
তুমি আমার সাথে একদম একমত নও ।
তারপর থেকেই তোমার আমার মধ্যে শুরু হয়ে গেল মতানৈক্য,
মনে পড়ে?

Monday, January 23, 2017
Topic(s) of this poem: poem
COMMENTS OF THE POEM
Wahab Abdul 23 January 2017

তাই তো তুমি আমকে ভাবছ আমি কিছুই না । আর আমি?

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success