ভাষার উপরে আমার কোন ভরসা নেই Poem by Abdul Wahab

ভাষার উপরে আমার কোন ভরসা নেই

Rating: 4.3

ছন্দ মন্দ অলঙ্কার তো দূরে থাক
ভাষার উপরেই আমার কোন ভরসা নেই
যুক্তির কোন ঈমান নেই
তাই তর্ককে আমি বিশ্বাস করি না
তাই ভাবছি, চিত্রকল্প আঁকবো কি করে
কি করে বোঝাবো তোমাকে আমার জীবনের আদর্শ?
ঐ চিত্রকল্পটাও চুলোয় যাক
যেভাবে আমি তোমাকে বুঝিয়েছি আমার সততা
নির্ণয় করেছি সৌন্দর্যের সংজ্ঞা
দেখিয়েছি ভালোবাসার অনুভূতি
এঁকেছি মৃদুমন্দ বায়ুর স্পর্শ
জানান দিয়েছি আমার প্রার্থনার কার্যকারিতা
তোমার জন্য আমার দোয়ার প্রকৃত অবস্থান
সেই রকম ভাবে তোমাকে বুঝাতে চাই
আমার জীবনের আদর্শ যা হবে তোমার উন্নতির সোপান
এসো বস্তুবাদের কাছে এসো, খুব কাছে
দেখবে এক আশ্চর্য ম্যাজিক
আমি দেখে ছিলাম
ধীরে ধীরে সব কেটে গিয়েছিল আমার সকল কুসংস্কার
উপলব্ধি করার অনুভূতি একটু বাড়িয়ে নাও
কথা দিলাম তোমারও সব কেটে যাবে যা আছে লেগে
অজ্রং ব্জ্রং তোমার মস্তিষ্কে আবোল তাবোল বিশ্বাস করবার প্রবণতা
তার পর ঘুরে দাঁড়াও
তার পর জিজ্ঞাসা কর নিজেকে শক্তির উৎস কোথায়?
কল্পনা কর এমন এক সমাজের যেখানে নেই সৃষ্টি কর্তা
পারবে না, তর্ক করবে না,
আবার বলছি, তর্কে আমার বিশ্বাস নেই
যে সমাজ তোমার মাথার মগজে উঠছে ভেসে সেটি সমাজ নয়
একটি আস্ত জঙ্গল, মানুষগুলি মানুষ নয়, এক একটি পশু,
আমারাই আমদের জন্য তৈরি করবো নীতিমালা
এই রকম পাতি মার্কা কথা আওরাবে না
কেননা আমাদের দ্বারা তৈরি করা নৈতিকতা
শান্ত পশুরা হয়তো বা মেনে নেবে
কিন্তু পশুর থেকেোও হিংস্র যে জাত তার নাম মানুষ
তারা কখনই মানবে না
বুঝতে না পারলে উস্কে নাও একটু কল্পনা শক্তি
কেননা আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না
ভাষার নেই সেই কল্পনা প্রতিবন্ধীদের বুঝাবার অ্যাবিলিটি ।

ভাষার উপরে আমার কোন ভরসা নেই
Wednesday, January 11, 2017
Topic(s) of this poem: language
COMMENTS OF THE POEM
Sheikh Shadi Marjan 07 June 2018

সুন্দর কবিতা। ভালো লাগলো। শুভেচ্ছা রইলো

0 0 Reply
Wahab Abdul 11 January 2017

ছন্দ মন্দ অলঙ্কার তো দূরে থাক ভাষার উপরেই আমার কোন ভরসা নেই যুক্তির কোন ঈমান নেই তাই তর্ককে আমি বিশ্বাস করি না তাই ভাবছি, চিত্রকল্প আঁকবো কি করে কি করে বোঝাবো তোমাকে আমার জীবনের আদর্শ? ঐ চিত্রকল্পটাও চুলোয় যাক যেভাবে আমি তোমাকে বুঝিয়েছি আমার সততা

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success