ঘাস ও কাস্তে Poem by SRIRANJI ARATISANKAR

ঘাস ও কাস্তে

Rating: 4.4

ঘাস বলল, "একটা কথা বলি ও ভাই কাস্তে;
বলো তো কী মজা পাও ? কাটো, যেতে-আসতে?
আমরা তো ফের বেড়ে উঠি, কথা তো সেটা নয়;
তোমাদের শুধু পণ্ডশ্রম আর লাভ দন্তক্ষয় ।
যেমন আছি তেমনই থাকব এ শ্যামল বিশ্বাস;
চোখ বুজলে দেখি তোমাদের বিনাশ-সর্বনাশ ।

কাস্তে বলে, "ঠিক বলেছ, ক্ষমার অযোগ্য, ভাই
যা করি তা করি সবই কিন্তু পরের ইচ্ছায় ।"

Wednesday, August 24, 2016
Topic(s) of this poem: rhyme
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success