কানাডীয়দের আমি পছন্দ করি ।। আর্নেস্ট হেমিংওয়ে Poem by Rahman Henry

কানাডীয়দের আমি পছন্দ করি ।। আর্নেস্ট হেমিংওয়ে

Rating: 5.0

(এক জন বিদেশীর জবানীতে)

কানাডীয়দের আমি পছন্দ করি।
আমেরিকানদের চেয়ে কতই না আলাদা ওরা!
রাত্রে ঘরে ফেরে।
ওদের সিগারেটে নেই কোনও দুর্গন্ধ।
টুপিগুলো মাথার মাপে মাপে।
ওরা সত্যিকারভাবেই বিশ্বাস করে যে যুদ্ধজয়ী ওরা।

সাহিত্যে ওদের আস্থা নেই।
ওরা ভাবে শিল্পমাত্রই অতিকথন, অতিরঞ্জন;
কিন্ত আইস-স্কেটিংয়ে দারূন দক্ষ ।

ওদের মধ্যে কেউ কেউ খুব ধনাঢ্য,
কিন্তু ওরা যখন ধনী হয়,
গাড়ির চেয়ে ঘোড়াই কেনে বেশি।
শিকাগোকে বলা হয় টরেন্টোর উৎস-শহর,
কিন্তু মুষ্টিযুদ্ধ আর ঘোড়দৌড় দুটোই অবৈধ এখানে।
রোববারে কেউ কাজ করে না,
কেউ না।
কিন্তু সেটা আমাকে ব্যথিত করে না।

এখানে সুগন্ধী ফুলের একটাই লতাগাছ__ উডবাইন;
অথচ তুমি কি কখনও লক্ষ করোনি অগুনতি ব্লু-বনেট?
ওন্টারিওতে, তুমি যদি কাউকে মোটর-চাপা দিয়ে মারো,
জেলে যেতে বাধ্য তুমি; কাজেই ওটা করা হয় না।
অথচ শিকাগোতে, এ বছরই ৫০০-র অধিক মানুষকে
মারা হলো মোটর-চাপা দিয়ে!

কানাডায় টাকা বানানো সহজ
কিন্তু ধনী হওয়া কঠিন।
অনেক চা-খানা আছে সেখানে, কিন্তু
তারপরও, ক্যাবারে নাই।
সেখানে ওয়েটারকে এক সিকি টিপস দিলেও
বিস্ময়াহত হবার বদলে, বলে: 'ধন্যবাদ! '

অনেক সুন্দরী হওয়া সত্বেও, মেয়েগুলিকে তারা গাড়ির অপেক্ষায়
নির্ঝঞ্ঝাট দাঁড়িয়ে থাকতে দেয় রাজপথে।
রাতের খাবারের জন্য ঘরে ফিরতেই ব্যস্ত ওই মানুষগুলো
এবং তাদের রেডিও সেটটির জন্য।
ওরা এতো ভালো মানুষ!
আমি পছন্দ করি তাদের।
________

* Original: I Like Canadians - A poem by

Ernest Hemingway

** Bengalized by Rahman Henry

This is a translation of the poem I Like Canadians by Ernest Hemingway
Sunday, August 14, 2016
Topic(s) of this poem: canada,chicago,horses,people
COMMENTS OF THE POEM
Rahman Henry

Rahman Henry

Natore, Bangladesh.
Close
Error Success