বৈচিত্র্য পরকালীন ন্যায়বিচারের স্বার্থে Poem by DEW DROP

বৈচিত্র্য পরকালীন ন্যায়বিচারের স্বার্থে

Rating: 5.0

বৈচিত্র্য পরকালীন ন্যায়বিচারের স্বার্থে
by - - শিশির ভেজা - - - -
- - - - - - - - - - - - - - - - - - -

সুপরিকল্পিত বৈচিত্র্যতা
আবহাওয়া ও জলবায়ুতেঃ
কোন কোন দেশের দুটি প্রধান হ্রিতু
কোন কোন দেশে শুধু গ্রীষ্ম হ্রিতু
আবার কোনটি বা শুধু শীত প্রধান!

ভুমি আর মাটিঃ
কোন কোন দেশ পাহাড়ি
কোন কোন দেশ সমতল
কোন কোন দেশ শুধু মরুভুমি!

ভাষা আর সংস্কৃতিঃ
কোন দেশের ভাষা বাংলা
কোন দেশের ভাষা ইংরেজি
কোন দেশের ভাষা হিন্দি
আবার কেও ভাত খায়
আবার কেও গোলআলু খায়
কেও বা রুটি পছন্দ করে
কারো পোশাক মুক্ত রীতিতে
কারো বা হিজাবে ঢাকা!

গায়ের রংঃ
কেও বা দুধালো সাদা
কেও বা কুচকুচেকালো
কেও বা তামাটে
কেও হয় লম্বা
আবার কেও খাটো!

যা কিছু সবি
তোমাতে আমাতে
সাহায্যের জন্য
না হয় সহযোগিতার এমন
সাম্প্রদায়িক হওয়ার নয়
বর্ণবাদিতাও না
সব মিলে মানুষ হওয়া
ভবিষ্যৎ ন্যায় বিচারের জন্য
মহান স্রষ্টার পরিকল্পনা
আনুপাতিক হারে বিচারের জন্য
তবুও কি পরকাল মানবেনা? ?

Monday, November 14, 2016
Topic(s) of this poem: diversity,humanity,race
COMMENTS OF THE POEM
DEW DROP

DEW DROP

Sherpur
Close
Error Success