ভ্যাবাকান্ত Poem by Abdul Wahab

ভ্যাবাকান্ত

আমি জানি, তবে কে না জনে, স্বার্থ সিদ্ধি করবার জন্য আমাদের ওষ্ঠ দ্বয় হতে যে শব্দ গুলি নিক্ষেপ করি কিংবা স্ব - জ্ঞানে যে নির্লজ্জ পদক্ষেপ গ্রহণ করি তা বোকামি ছাড়া কিছুই নয় । তবুও করি । কারন স্বার্থ । ক্ষণিকের জন্য ভাবুক লোকেরা আমায় বোকা । সত্যিকারে তো আমি আর বোকা নই! তবে এই দুনিয়ায় কে বোকা? কেউ নয় । আমিও নই । সবই স্বার্থ চরিতার্থ করবার জন্য ঘুরপাক খাওয়া । সবাই খায় । আমিও খাই । তবে জান? এই ঘুরপাক খাওয়াটাই আমার কাছে বিশাল এক বোকামি । কারন বস্তু থাকা আর না থাকা, এই দুয়ের মধ্যে, আনন্দ ঈশ্বর কোন পার্থক্য রাখেন নাই । আর, আমার কাছে লাখে- কোটিতে কোন পার্থক্য নাই। হাজার যা লক্ষ্যও তা। আর যারা তোমরা এই পার্থক্যটি ভালো বোঝ, বোঝ বলেই তোমরা বোকা । ভাব বলেই ভ্যাবা । আমি বুঝি না তাই আমি বোকা নই । ভাবি না, তাই আমি নই ভ্যাবাকান্ত ।

Tuesday, May 17, 2016
Topic(s) of this poem: thought
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success